নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


পূর্বধলায় ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি

পূর্বধলায় ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি
পূর্বধলায় ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মুক্তপাঠ কার্যক্রম, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) প্রথম প্রহরে এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহা. জহিরুল ইসলাম অসীম-এর নেতৃত্বে পাঠাগারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। “আমার ভাষা, আমার অহংকার” বিষয়ের উপর প্রতিযোগীদের চিত্রকর্মে ফুটে ওঠে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস। “মাতৃভাষার মর্যাদা ও আমাদের দায়িত্ব” বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হৃদয়ছোঁয়া লেখা উপস্থাপন করে।

শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষাবিদ, সমাজকর্মী ও পাঠাগারের সদস্যরা বক্তব্য দেন। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, সংগীত ও নাট্য পরিবেশনা ছিল, যা দর্শকদের মাতিয়ে তোলে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহা. জহিরুল ইসলাম অসীম বলেন, “ভাষা শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করছি।” এই আয়োজনে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগার ভবিষ্যতেও এমন শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।




আপনার মূল্যবান মতামত দিন: