নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


বারহাট্টায় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

বারহাট্টায় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন।।ছবিঃ নেত্র ভয়েস
বারহাট্টায় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন।।ছবিঃ নেত্র ভয়েস

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে বারহাট্টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ। 

বৃহস্পতিবার সকাল ১১টায় বারহাট্টা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কৃষক নেতা সাদ ইবনে হোসাইন বলেন, কৃষকরা নিজের জীবন ধারনের নিশ্চয়তা না পেলেও তারা দেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন। কৃষিতে মুক্তবাজার অর্থনীতির প্রভাব, জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ ও রাষ্ট্রের অমনোযোগের কারণে দেশের কৃষি ও কৃষক বহুমাত্রিক সমস্যায় জর্জরিত। তিনি আরও বলেন, কৃষিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বহুজাতিক কোম্পানির বীজ, সার, কীটনাশক, যান্ত্রিক সেচ নির্ভরতা কৃষির বিকাশ এবং ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক কৃষিতে টিকতে পারছে না। 

এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে কৃষকরা সুবিধা বঞ্চিত। নেত্রকোনা জেলা আহ্বায়ক আবুল বাসার বলেন, কৃষি বাজার ব্যবস্থাপনায় ত্রুটিপূর্ণ থাকায় এক শ্রেণির আড়ৎদার, ফড়িয়া ও মধ্যস্বত্ত্ব ভোগীদের কাছে কৃষকরা জিম্মী হয়ে পড়ছে। কৃষক উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে উৎপাদিত কৃষি পণ্য বিক্রি পর্যন্ত সর্বক্ষেত্রে কৃষকরা ঠকছেন ও প্রতারিত হচ্ছেন। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সদস্য, তপন চৌধুরী, মোঃ আব্দুস সালামসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকরা। 

এ সময় সংগঠনের পক্ষ থেকে দেশের কৃষি অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকদের অধিকার আদায়ের জন্য ১০ দফা দাবি তুলে ধরা হয়।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: