নেত্রকোণায় মাছ চুরি ঠেকাতে পুকুরে পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নেত্রকোনায় পুকুরে চোরের হাত থেকে রক্ষায় পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় অমল দাসের ফিসারিতে এ ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে যে কোন এক সময় এ ঘটনা ঘটে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।
মারা যাওয়া বাধন মিয়া ঐ এলাকার সিংরাজা গ্রামের কামরুল হাসানের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা অমল দাসের ফিসারির মাছ চুরি বন্ধ করতে সম্প্রতি পুকুর পাড়ে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ দিয়ে ফাঁদ পাতা রাখা হয়।
ধারণা করা হচ্ছে বাঁধন মিয়া গতকাল বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে যে কোন একসময় জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যান। এতে অসাবধান বসত বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বৃহস্পতিবার সকালে তাঁকে ফিশারির ১০ নম্বর পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাড়ে অর্ধেক পানি অর্ধেক পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পুকুরের মালিক পক্ষের একজনকে আটক করে।
এ ব্যপারে জানতে চাইলে অমল দাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, 'মারা যাওয়ার যুবকের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: