নেত্রকোনা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ


খালিয়াজুরীতে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়ক মোঃ আরিফ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, জামায়াতে ইসলামের আমীর মোঃ ইসমাইল হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সিভিল সোসাইটি সদস্য ও খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেষ্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন, মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হাকিম, খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইসহাক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হরলাল সরকার, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ

এছাড়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমবায় কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত অতিথিরা গ্রাম আদালতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে মতামত প্রদান করেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: