কেন্দুয়ায় মৎসজীবি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কেন্দুয়ায় বনার্ঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ নানান আয়োজনে জাতীয়তাবাদী মৎসজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হায়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে পৌরশহরের বনার্ঢ্য র্যালী বের হয়।
র্যালীটি পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভার শুরুতেই প্রতিষ্ঠিতা বার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর মৎসজীবি দলের সভাপতি রেজাউল করিম ভূঁইয়া রানা ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি খোকন আমহেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল হক মল্লিক, মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ চন্দন, মৎস বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন আরজু, প্রচার সম্পাদক আনিছুল রহমান ইমন,অর্থ সম্পাদক হক মিয়া,পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি, সান্দিকোনা ইউনিয়নের সভাপতি লুৎফুর রহমান লোকমান, রোয়াইলবাড়ি সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়া, বাবলু মিয়া,জিয়া, রবি, হলুদ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: