নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে শতাধিক অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে শতাধিক অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।।ছবিঃ নেত্র ভয়েস
দুর্গাপুরে শতাধিক অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার দুর্গাপুরে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয় চত্বরে এ উপকরণ বিতরণ ও আলোচনা সভা হয়। 

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পলাশ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন রণবীর। 

এই আয়োজনে আরো আলোচনা করেন কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, সায়মন খান,কবি শাওন হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন,সাংবাদিক নূর আলম এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

আলোচকরা বলেন, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। শতাধিক অনাথ শিশুকে এই ফাউন্ডেশন আজ শিক্ষাসামগ্রী প্রদান করেছে। এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। 

শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর শিক্ষা উপকরণ পেয়ে কোমলমতি শিশুরা আনন্দ প্রকাশ করেছে।

শিশুদের জন্য এই সামাজিক সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা রাখছেন সংগঠনের নেতৃবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: