নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


গভীর রাতে কেন্দুয়ায় রাস্তায় গাছ ফেলে নাইট কোচে ডাকাতির চেষ্টা

গভীর রাতে কেন্দুয়ায় রাস্তায় গাছ ফেলে নাইট কোচে ডাকাতির চেষ্টা।।ছবিঃ নেত্র ভয়েস
গভীর রাতে কেন্দুয়ায় রাস্তায় গাছ ফেলে নাইট কোচে ডাকাতির চেষ্টা।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে রাস্তায় গাছ ফেলে বেরিকেড দিয়ে অনিক পরিবহন নামে একটি নাইট কোচ বাসে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে।

এঘটনাটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার পুলিশ বক্সের পাশে ঘটে।

এসময় পাচার গ্রামের কৃষক হেকমত আলী ও তার ছেলে ইমরানকে হাতে-পায়ে বেঁধে বেধড়ক মারপিট করেছে ডাকাত দলের সদস্যরা। 

সুত্র জানায়, খালিয়াজুড়ির রসুলপুল এলাকা থেকে ঢাকার মিরপুর রোডে প্রতিনিয়ত অনিক পরিবহন নামে একটি নাইট কোচ চলাচল করে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা অনিক পরিবহন নামে বাসটিকে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই গাছ কেটে রাস্তা বেরিকেড দিয়ে বাসের গতিরোধ করে হামলা চালিয়ে বাসের গ্লাস ভাংচুর করে। তাৎক্ষণিক বিষয়টি মুটোফোনে জানাজানি হলে কেন্দুয়া থানার পুলিশ ও এলাকাবাসী গিয়ে বাসটি ডাকাত দলের কবল থেকে উদ্ধার করে। এরআগে ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থলের পাশেই মাছ ধরছিলেন স্থানীয় হেকমত আলী ও তার ছেলে। 

গাছ কাটার শব্দ পেয়ে টচ লাইটের আলো ওইদিকে তাক করলে ডাকাতরা তাদের ধরে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে। ডাকাতরা হেকমত আলীর একটি হাত ভেঙে দিয়েছে। 

আহত হেকমত আলীর জানান, গাছ কাটার শব্দ পেয়ে টচলাইটের আলো ওইদিকে ধরলে ডাকাতরা আমাদের ধরে নিয়ে হাত-পা বেঁধে মারপিট করে এবং ওইসময়ে বাসটি চলে আসলে ডাকাতরা বাসটির ওপর হামলা চালায়। এসময় আমরা কৌশলে পালিয়ে লোক ডাকাডাকি করি। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসের সুপারভাইজারের মুটোফোনে বারবার ফোন করেও রিসিভ না করায় কথা বলা যায়নি।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। রাস্তায় গাছ ফেলে বেরিকেড দিয়ে বাসটি গতিরোধ করে এবং বাসের ভেতরে প্রবেশের চেষ্টা করে। যাত্রী কিংবা বাসের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাসটি পরে নিরাপদে পৌঁছেছে। এঘটনায় এলাকায় টহল জোরদারসহ তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে বলে জানান তিনি।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: