লেঙ্গুরায় মা ও শিশু ফ্রি হেলথকেয়ারের শুভ উদ্বোধন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরায় সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হলো লেঙ্গুরা মা ও শিশু ফ্রি হেলথকেয়ার।
গতকাল (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লেঙ্গুরা ট্যুরিজমের সার্বিক তত্ত্বাবধানে এ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণার দূর্গাপুর পৌরসভার সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কলমাকান্দা উপজেলা শাখার মহিলা বিভাগীয় সেক্রেটারি হাফেজা দিলুয়ারা নাসরিন, লেঙ্গুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল আজিজ, লেঙ্গুরা ট্যুরিজমের ডাইরেক্টর (অর্থ) হোসনে আরা কলপনা, লেঙ্গুরা ট্যুরিজমের ফুড এন্ড বেভারেজের ডাইরেক্টর ও সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মো. আনোয়ারুল হক, লেঙ্গুরা ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন এবং লেঙ্গুরা স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. রুহুল আমিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, "স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সমাজের প্রান্তিক মানুষের মৌলিক অধিকার পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে যারা লেঙ্গুরা মা ও শিশু ফ্রি হেলথকেয়ারের উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। সঠিক পরিকল্পনার মাধ্যমে এ জাতিয় সেবাগুলোর পরিধি আরও বাড়ানো সম্ভব।"
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- লেঙ্গুরা ট্যুরিজম ও হেলথকেয়ার-এর প্রতিষ্ঠাতা আবদুল মতিন। সভাপতির বক্তব্যে আবদুল মতিন বলেন, "সীমান্তবর্তী এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিশেষ করে, উপজেলা সদর বা শহরে গিয়ে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: