‘আলোর পথে সাধারণ পাঠাগার’-এর এক যুগ পূর্তিতে বইমেলা ও আনন্দ উৎসব

নেত্রকোণায় আলোর পথে সাধারণ পাঠাগারের এক যুগ পূর্তি উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি বইমেলা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশহাটিতে পাঠাগারটির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
গত ২৪-২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
আলোর পথে সাধারণ পাঠাগারের সভাপতি খাইরুল ইসলাম এর সভাপতিত্বে ও মানস কাননের প্রতিষ্ঠাতা কবি জয়দুল ইসলাম এর সঞ্চালনায় প্রথম দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার অধ্যাপক ডা. আবুল হাশেম।
২য় দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ঢালু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুফি কবি এনামুল হক পলাশ, আলোচক প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী, কবি মামুন সিরাজী, পূর্বধলা শেখ আমির উদ্দিন মুন্সী স্মৃত পাঠাগারের প্রতিষ্ঠাতা ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনি, স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পাঠাগারের জমিদাতা শাহজাহান, পাঠাগারের কার্যনিবাহী সংসদের সাধারণ সম্পাদক তারেক রহমান।
অনুষ্ঠানের ৩য় দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বই মেলায় অংশ গ্রহণকারী জেলার বিভিন্ন পাঠাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে।
আয়োজকেরা জানান, বইপ্রেমী ও জ্ঞানসন্ধানী পাঠকদের জন্য এটি ছিল একটি আনন্দঘন আয়োজন, যেখানে বইমেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমও ছিল। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলেছে এ উৎসব।
আয়োজকরা জানান, পাঠাগারটি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং এ ধরনের আয়োজন পাঠকের পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। পাঠাগার কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন জ্ঞানবর্ধক ও চিত্তবিনোদনমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: