মোহনগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রাব্বি মিয়া পৌরসভার টেংগাপাড়ার মো: আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা "নেত্র ভয়েস২৪" কে জানান, রোববার রাত ৮ টায় পৌরসভার রেলস্টেশন পুকুর পাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে যুবকের ফুসফুস বের হয়ে গিয়েছিল।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ১১ টায় মারা যান রাব্বি।
মোহনগঞ্জ থানার ওসি মো: আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: