মোহনগঞ্জে রাব্বি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জে রাব্বি মিয়া (২২) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ মার্চ) সকালে মোহনগঞ্জ বিএনপি অফিসের মোড়ে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘রাব্বির হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।
এর আগে গত রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে মোহনগঞ্জ পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাব্বি মিয়া।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
নিহত রাব্বি মিয়া পৌরসভার টেংগাপাড়া এলাকার বাসিন্দা মো. আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া একজন মাছ ব্যবসায়ী ছিলেন, রাব্বি বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন।
হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
আপনার মূল্যবান মতামত দিন: