নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ।।ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত মেসার্স ডিসিএস ব্রিকস নামক ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের এর নেতৃত্বে সোমবার (৩ মার্চ ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোহনগঞ্জ উপজেলার সামাইকোণা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) এর ধারা ৫ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ভাটার আংশিক অংশ ভেঙে ফেলা হয়, কাঁচা ইট নষ্ট করা হয়, পানি দিয়ে চুলা নিভিয়ে দেওয়া হয় এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন। এছাড়া, উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা করেন। পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই কঠোর পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।




আপনার মূল্যবান মতামত দিন: