নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলমাকান্দায় অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।।ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক স্থান থেকে অন্তঃসত্ত্বা নারীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে - থানা পুলিশ। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার লেংগুরার তারানগর গ্রাম থেকে এক সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা নুরুন্নাহার (২৩) এবং দুপুরের দিকে কলমাকান্দা মধ্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ি হাজী জহিরুল ইসলাম মোস্তফার একটি নিজস্ব বিল্ডিং থেকে লিজা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্য জনক মরদেহ উদ্ধার করা হয় । 

নিহত নুরুন্নাহার সীমান্তবর্তী লেংগুরার তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী ও কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হক মিলনের দ্বিতীয় স্ত্রী।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, দুটো মরাদেহের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে, আপাতত ইউডি মামলা রুজু হয়েছে রিপোট আসলে পরে জানা যাবে দুটো মৃত্যুর সত্যতা।




আপনার মূল্যবান মতামত দিন: