নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে টিনের চাল কেটে মনোহারি দোকানে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল পায় ১০ লাখ টাকার মালামাল

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে টিনের চাল কেটে একটি মনোহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মালামাল মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকান মালিক।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজারে এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি প্রথম নজরে আসে দোকান মালিক মোঃ আব্দুল হামিদ খাঁ-এর।

দোকান মালিক জানান, প্রতিদিনের মতোই সোমবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন, দোকানের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং চালের টিন কাটা। তিনি বলেন, "আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। রোজার দুইদিন আগে নতুন দোকানটি নিয়েছিলাম, গোডাউনের সব মালামালও এখানে এনে রেখেছিলাম। চোরেরা নগদ টাকা ও প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।"

এ ঘটনায় চন্ডিগড় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, "চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত চোর শনাক্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: