নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


দীর্ঘ প্রতিক্ষার পর নেত্রকোণা জেলা প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

দীর্ঘ প্রতিক্ষার পর নেত্রকোণা জেলা প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা।।ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতিক্ষার পর নেত্রকোণা জেলা প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা।।ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে।

রোববার (২ মার্চ) নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি ভোট গ্রহণের তারিখসহ বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ ২০২৫, শনিবার।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে জেলা প্রশাসক হবেন সভাপতি এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ছয়টি পদে ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে এবং ভোটার তালিকা হালনাগাদের জন্য ৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে সদস্যদের সকল বকেয়া পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৯ মার্চ, মনোনয়ন পত্র বাছাই ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ মার্চ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ মার্চ ও ভোটগ্রহণ হবে ১৫ মার্চ ২০২৫।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের এ নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এখানে উল্লেখ যে, গত ২০২৩ সালের ২২ মার্চ জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত হয়।

পরে সে বছরের ১৮ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে আহবায়ক ও মো: হাবিবুর রহমান কে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল।

পরে গেলো বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিধিবহির্ভূত প্রক্রিয়ায় প্রেসক্লাবের নির্বাচন বিলম্বিতসহ নানা অভিযোগ এনে জরুরি সভায় সকলের সম্মতিক্রমে অ্যাডভোকেট হাবিবুর রহমানকে স্থায়ী বহিষ্কার করা হয়।

পরে সে বছরের ১৬ আগস্ট পদাধিকারবলে তৎকালীন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজকে আহবায়ক ও বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরি হেলিমকে সদস্য সচিব মনোনীত করে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: