নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন 

নেত্রকোণায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন ।।ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোণায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন ।।ছবিঃ নেত্র ভয়েস

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মোক্তার পাড়া মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, এনডিসি এস এম মেহেদী হাসান ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ প্রমূখ।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস সাংবাদিকদের জানান, নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল ও স্বস্তি দিতেই টিসিবির কার্যক্রম শুরু হয়েছে। 

নেত্রকোনা পৌরসভার ৫টি স্থানে ভ্রাম্যমান ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। ৪৫০ টাকার প্যাকেজের মধ্যে রয়েছে, তেল ২ লিটার, চিনি ১ কেজি, ছোলা বুট ১ কেজি ও মশুর ডাল ২ কেজি।




আপনার মূল্যবান মতামত দিন: