নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

"দূর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বেলা-১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম ,পিআইও মেহেদী হাসান, ৫ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফকরুল আলম, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দূর্যোগ থেকে সতর্ক ও নিরাপদ থাকতে এবং দূর্যোগের পূর্ব প্রস্তুতির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। 

আলোচনা শেষে রেলি ও মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যগন গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন আগুন নিবারক প্রদর্শনী দেখান।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: