মোহনগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

"দূর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা-১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম ,পিআইও মেহেদী হাসান, ৫ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফকরুল আলম, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দূর্যোগ থেকে সতর্ক ও নিরাপদ থাকতে এবং দূর্যোগের পূর্ব প্রস্তুতির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
আলোচনা শেষে রেলি ও মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যগন গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন আগুন নিবারক প্রদর্শনী দেখান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: