নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


পুলিশের হাত থেকে রেহাই পায়নি অটো-সিএনজি'র পুড়া কঙ্কাল 

পুলিশের হাত থেকে রেহাই পায়নি অটো-সিএনজি'র পুড়া কঙ্কাল ।। ছবিঃ নেত্র ভয়েস
পুলিশের হাত থেকে রেহাই পায়নি অটো-সিএনজি'র পুড়া কঙ্কাল ।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার খালিয়াজুরীতে এলাকাবাসী ও পলো বাইসকারীদের সাথে সংঘর্ষে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া অটো, সিএনজির পুড়া কঙ্কাল বুঝে নিতে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খালিয়াজুরী থানা পুলিশের বিরুদ্ধে। 

রবিবার (৯ই মার্চ) মদন প্রেসক্লাবের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযোগের ভিত্তিতে খালিয়াজুরী  উপজেলার রসুলপুর ঘাটে সরজমিনে গেলে অভিযোগের সত্যতা মিলে।

এ সময় ঝর্না আক্তার নামের একজন ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, আমার স্বামীর একটি অটোরিকশা নিয়ে রসুলপুরে আসছিল। কিন্তু ঝগড়ার সময় কে বা কারা গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন সবকিছু হারিয়ে পুড়াগাড়ির কঙ্কালটা নিতে আসছি কিন্তু এখানে থাকা কয়েকজন পুলিশ আমার কাছে ২ হাজার টাকা চাচ্ছে। টাকা না দিলে, এটা নিতে দিবে না বলছে।

অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা খালিয়াজুরী থানা পুলিশের এস আই আঃ করিমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের কেউ যদি টাকা চেয়ে থাকে তাহলে প্রমাণ দিন। এ সময় উপস্থিত থাকা ভুক্তভোগী ঝর্না আক্তার, এস আই আঃ করিমের সামনেই ২ হাজার টাকা চাওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করলে, তিনি আর অন্য কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, অভিযোগকারীকে যদি আমার কাছে নিয়ে এসে প্রমাণ দিতে পারেন তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।




আপনার মূল্যবান মতামত দিন: