নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


বারহাট্টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বারহাট্টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।। ছবিঃ নেত্র ভয়েস
বারহাট্টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার বারহাট্টা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বারহাট্টা থানার উদ্যোগে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

 বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসানের সভাপতিত্ব ও এস.আই. মোস্তাফিজুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহমত আলী তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বিএনপি’র সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহম্মেদ বাবুল, সাংবাদিক আজিজুল হক ফারুক, ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: