নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কলমাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।।ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।।ছবিঃ নেত্র ভয়েস

দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় র‌্যালী,আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়। 

র‌্যালী শেষে মহড়াসহ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্ব করেন। 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মুহাম্মাদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা  ফায়ার সার্ভিস ও ষ্টেশন এর লিডার মো. আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, উপসহকারী প্রকৌশলী মো.মাহমুদুর রহমান প্রমূখ।




আপনার মূল্যবান মতামত দিন: