নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিল ও বিক্ষোভ: ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল শুরু করে এবং জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম আহমেদ, বাংলা বিভাগের চেয়ারম্যান আঙ্গুর হোসেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আনিছা পারভীন, সিএসসি বিভাগের রাজিব আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক সাজিদুল ইসলাম এবং সিএসসি বিভাগের চেয়ারম্যান সিয়াম আল-রশিদ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নাজমুস সাকিব, হাফসা ইসলাম মোহ, নূরে জাহান তাসকিয়া, আবু সাঈদসহ আরও অনেকে। বক্তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।
আপনার মূল্যবান মতামত দিন: