নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ।। ছবিঃ নেত্র ভয়েস
সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ।। ছবিঃ নেত্র ভয়েস

সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, ছিনতাই- ডাকাতিসহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে ।

মঙ্গলবার দুপুরে   বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা নারী সেলের আয়োজনে এ  বিক্ষোভ সমাবেশ হয়৷ কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে একটি বিক্ষোভ  মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী  বিক্ষোভ সমাবেশে উপজেলা নারী সেলের আহবায়ক  তাসলিমা বেগমের সভাপতিত্বে ও সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলার সিপিবি'র সভাপতি আলকাছ উদ্দিন মীর, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম,  ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান, নারী সেল নেত্রী মরিয়ম আক্তার, পার্বতী রিছিল৷ 

বক্তারা বলেন,দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ছিনতাই, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনা বাড়ছে। মায়ের কোলে শিশুর নিরাপত্তা নেই। সম্প্রতি শিশু আছিয়াকে তারই নিকটাত্মীয়রা নির্মমভাবে নির্যাতন করেছে।

এ দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হওয়ায় দিন দিন এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। 

সরকারের কাছে আমরা  দাবি করছি, আপনারা আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি করুন। আছিয়াসহ বিভিন্ন ধর্ষণ ঘটনার দ্রুততম সময়ে তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করুন।




আপনার মূল্যবান মতামত দিন: