নিহত শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদের তীরে শখের বশে মাছ ধরতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ডুবে মারা যাওয়া তিন মাছশিকারির মধ্যে একজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুরের শহিদ মিয়া।
নিহতের লাশ বাড়িতে পৌঁছলে খবর শুনে মঙ্গলবার সকালে নিহত শহীদ মিয়ার বাড়িতে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, এ সময় তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ হতে মৃত শহীদ মিয়ার পরিবারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,আটপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হুসাইন মোহাম্মদ একদিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিন , থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, স্বরমুশিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: