দুর্গাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ তরিকুল ইসলাম:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমেশ্বরী হল রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাভিদ রেদওয়ান কবির।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসান মাহমুদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, "২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস জাতীয় দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এসব অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে সকলের প্রতি আহ্বান জানাই।"
তিনি আরও জানান, ২৬ মার্চের কর্মসূচি সকাল ৮টা থেকে শুরু হবে এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ দিবস দুটি যথাযথভাবে পালনের জন্য তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
আপনার মূল্যবান মতামত দিন: