কূট পরিকল্পনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মানববন্ধন

জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে নেত্রকোণার মোহনগঞ্জে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
"STAND FOR NID" "SAVE NID-PROTECT VOTER LIST-ENSURE DEMOCRACY"
স্টেন্ড ফর এনআইডি সেইভ এনআইডি-প্রোটেকট ভোটার লিস্ট এনিশিউর ডেমোক্রেসি।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে আজ (১৩ মার্চ) রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় মোহনগঞ্জ উপজেলা নির্বাচন অফিস চপ্তরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান,কাম মুদ্রা কারক কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল ইসলাম, ডাটা এন্টি অপারেটর মোঃ শহিদুল ইসলাম সুজন।
আপনার মূল্যবান মতামত দিন: