ব্রাজিলের মতো স্পেন–ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চান মার্তিনেজ
সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে এল সালভাদর এবং কোস্টারিকার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। একই সময়ে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল প্রীতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। সে সময় দুই দলের প্রতিপক্ষকে তুলনা করে সামাজিক যোগাযোাগমাধ্যমে বেশ ট্রলও হয়েছে।
অনেকে খর্বশক্তি এল সালাভদরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের চেয়ে স্পেনের মতো শক্তিশালী দলের সঙ্গে ব্রাজিলের ড্র করা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। পাশাপাশি বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার টানা র্যাঙ্কিংয়ের নিচের সারির দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা নিয়েও কথা হয়েছে অনেক।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: