সৃজনশীলতা বৃদ্ধিতে ভিডিও গেমস
ভিডিও গেমস তরুণদের সৃজনশীলতা বাড়াতে অবদান রাখছে। এ জন্য গেমিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে সন্তানদের সৃজনশীল প্রযুক্তির পাশাপাশি প্রোগ্রামিং তৈরিতে উৎসাহিত করতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন সম্প্রতি নাইট খেতাব পাওয়া ব্রিটিশ কম্পিউটারবিজ্ঞানী, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ও উদ্যোক্তা ডেমিস হাসাবিস। তার প্রতিষ্ঠিত কোম্পানি ২০১৪ সালে ৪০ কোটি পাউন্ডে কিনে নেয় গুগল, যা এখন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ডিপমাইন্ড হিসেবে পরিচিত।
ডেমিস হাসাবিস ১৯৭৬ সালের জুলাইয়ে লন্ডনে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বোর্ড গেমস বিশেষ করে দাবা খেলায় তিনি দক্ষতা ও পারদর্শিতা দেখান। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে কিশোর বয়সে থিম পার্ক নামের একটি গেম ডিজাইন ও প্রোগ্রাম করেছিলেন, যা পরে তিনি সেটি বিক্রি করে দেন। স্নাতক শেষ করার পর তিনি একটি ভিডিও গেমস ফার্মও প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি নিউরোসায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর ২০১০ সালে লন্ডনে ডিপমাইন্ড প্রতিষ্ঠা করেছিলেন, যা তিনি পরবর্তী সময়ে গুগলের কাছে বিক্রি করে দেন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ডেমিস হাসাবিস বলেন, ছোটবেলা থেকে ভিডিও গেম ও দাবা খেলে বড় হয়েছেন। এ গেমিং তার সফলতার পেছনে অবদান রেখেছে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘গেম খেলার সাথে সৃজনশীলতা তৈরিও খুব জরুরি। এ কারণে আজকের শিশুদের দ্রুত পরিবর্তনশীল এ বিশ্বের সাথে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমরা কেউ জানি না আমাদের আগ্রহ আমাদের কোথায় নিয়ে যেতে পারে। তাই আমার পরামর্শ থাকবে অভিভাবকরা যেন তাদের সন্তানদের আগ্রহের জায়গাটা খুঁজে বের করার পাশাপাশি সেই আগ্রহের ওপর ভিত্তি করে সন্তানদের দক্ষতা বিকাশ ঘটাতে হবে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: