খালিয়াজুরী হাওরে বজ্রপাতে নিহত -১ আহত-২
খালিয়াজুরী সংবাদদাতাঃ
নেত্রকোণা খালিয়াজুরী উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে তানভীর মিয়া (১৯) নিহত হয়। এতে আরো দুইজন গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টায় খালিয়াজুরী উপজেলার গছিখাই গ্রাম নিকটস্থ ইয়ারাবাজ হাওরে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
খালিয়াজুরী থানার ওসি মো: মকবুল হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
নিহত তানভীর মিয়া উপজেলার গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলেন একই গ্রামের কুতুবউদ্দিন ভূঁইয়ার দুই ছেলে জাহিদুল (২৩) ও পিয়াস (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এই তিনজন নৌকা করে গ্রামের পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে গিয়েছিল। রাত দেড়টায় বৃষ্টি ও প্রচুর বজ্রপাত শুরু হয়। এই সময়ে বজ্রপাতে তিনজনই গুরুতর আহত হয়। তৎক্ষনাৎ পার্শ্ববর্তী অন্য নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। পরে গ্রামবাসী তদের উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানভীর মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেন। পরবর্তীতে আহত দুজনের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খালিয়াজুরী থানার ওসি জানিয়েছেন নিহতের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: