মদনে ৪০ লাখ টাকার মোবাইল চুরি: দেড় মাসেও নেই উদ্ধার বা গ্রেপ্তার, হতাশ ব্যবসায়ী

নেত্রকোনার মদন উপজেলায় একটি মোবাইল দোকানে সংঘবদ্ধ চোরচক্রের হানা দিয়ে প্রায় ৪০ লাখ টাকার মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো মোবাইল উদ্ধার বা চোরচক্রের সদস্য গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চরম হতাশায় ভুগছেন।
জানা গেছে, মদন পৌরসভার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে অবস্থিত এস এম টেলিকম নামক দোকানটি পরিচালনা করেন মদন দক্ষিণ পাড়া গ্রামের মো. মাসুদ রানা। গত ৩ মার্চ ভোররাতে সংঘবদ্ধ একটি চোরচক্র দোকানের তালা ভেঙে প্রায় ৩২০টি অ্যান্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে যায়। দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চুরির স্পষ্ট দৃশ্য ধরা পড়ে। পরদিন মাসুদ রানা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মদন থানায় একটি মামলা দায়ের করেন।
মাসুদ রানা বলেন, “প্রতিদিনের মতো ৩ মার্চ রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। পরদিন সকালে এসে দেখি দোকানে নতুন তালা লাগানো। তালা ভেঙে দেখি ভিতরের সব মোবাইল চুরি হয়ে গেছে। থানায় সিসিটিভি ফুটেজসহ মামলা করি। কিন্তু দেড় মাসেও কেউ গ্রেপ্তার হয়নি, এমনকি একটি ফোনও উদ্ধার হয়নি। আমি দারুণ হতাশ।”
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, “মামলা দায়েরের পর সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। আমরা গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছি। সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। সিআইডির রিপোর্ট হাতে পেলে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বড় অঙ্কের এই চুরির ঘটনা দ্রুত উদ্ঘাটন না হলে এলাকায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হবে।
আপনার মূল্যবান মতামত দিন: