নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


হাওরে বোরোধানের বাম্পার ফলন

হাওরে বোরোধানের বাম্পার ফলন।। ছবিঃ নেত্র ভয়েস
হাওরে বোরোধানের বাম্পার ফলন।। ছবিঃ নেত্র ভয়েস

গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান। গোয়াল ভরা গরু এখন অনেক কৃষকের নাই তবে গোলা ভরা ধান কিন্তু ঠিকই ফলেছে এ বছর।

নেত্রকোনা -৪ আসন মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি হাওড় অঞ্চলে  বোরোধানের বাম্পার ফলন হয়েছে।

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গুপুতা হাওড়ে প্রতি ১০ শতাংশ  জমিতে ৭ থেকে ৮ মন ধানের ফলন হয়েছে।

এপ্রিল মাসের ৬ তারিখ থেকে ডিঙ্গুপুতা হাওড়ে ধান কাটা শুরু হয় এবং এ মাসের শেষ সপ্তাহে শেষ হবে ধারণা করা হচ্ছে।কৃষকেরা জানুয়ারি ১থেকে ১৫ তারিখ পর্যন্ত জমি ধানের ছাড়া রোপন করে।এ বছর কৃষকেরা তাদের জমিতে ধানের প্রচুর ফলনে অত্যান্ত খুশি।প্রতি মণ ধান ১০৫০ টাকা ১১০০ টাকা ধরে বিক্রি করে।

কৃষকেরা আধুনিক ধান কাটার মেশিন দিয়ে এবং প্রাচীন কাল থেকে চলে আসা কৃষকেরা কাস্তে দিয়ে ধান কেটে  ক্ষেতে ত্রিপালে জমা রাখে এবং ইঞ্জিন চালিত হেনট্রলি দিয়ে সারা বছরের খাদ্যের জন্য বাড়িতে নিয়ে যায় এবং অতিরিক্ত ফসল বাজারে বিক্রি করে।

ডিঙ্গুপুতা হাওড়ের নুরুল নামে এক কৃষকের সাথে মোহনগঞ্জ উপজেলার "নেত্রভয়েজ ২৪"এর  প্রতিনিধি কথা বললে তিনি জানান, তার ১০০ শতাংশ জমিতে ৮০মনের উপরে ধান হয়েছ।




আপনার মূল্যবান মতামত দিন: