দুর্গাপুর সীমান্তে বিএসএফের বেআইনি বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হয়ে পিছু হটে

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কড়া প্রতিবাদ ও কৌশলী অবস্থানে বাধ্য হয়ে ওই স্থান থেকে পিছু হটে বিএসএফ সদস্যরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর সীমান্তে ১১৫৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। পরে বিজিবি সেখানে নজরদারি জোরদার করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার থেকে অনুমোদিত দূরত্ব (দেড়শ গজ) অমান্য করে বিএসএফের একদল সদস্য কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে ভবানীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। এরপরও বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণে অগ্রসর হলে স্থানীয় এলাকাবাসীও প্রতিবাদে যোগ দেয়। একপর্যায়ে তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ফিরে যেতে বাধ্য হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক সদস্য বলেন, “আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী অবকাঠামো বা বেড়া নির্মাণের সুযোগ নেই। কিন্তু বিএসএফ সেই আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণে এগিয়ে আসে। আমরা তাৎক্ষণিক বাঁধা দিয়ে তাদের সরিয়ে দিই।”
স্থানীয় কৃষক তোতা মিয়া বলেন, “সীমান্তবর্তী রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এলাকার মানুষ ভারতের ভেতর দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে। আর সেটাকেই ইস্যু করে বিএসএফ প্রায়ই উত্তেজনা সৃষ্টি করছে। বর্ষার আগেই এই রাস্তা নির্মাণ শেষ না হলে অন্তত দশ গ্রামের মানুষ দুর্ভোগে পড়বে।”
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “সীমান্তবর্তী রাস্তা ও সেতু নির্মাণে নদী থেকে বালি সংগ্রহে কিছু জটিলতা থাকলেও, দ্রুত সময়ের মধ্যে বিকল্প পথ তৈরির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।”
এ বিষয়ে নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) বলেন, “বিএসএফের বেআইনি চেষ্টা বিজিবির সময়োচিত অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে। তবে সীমান্তে আমাদের জনগণ যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য রাস্তা ও সেতু নির্মাণ দ্রুত সম্পন্ন করা জরুরি। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
বিষয়: দুর্গাপুর সীমান্তে বিএসএফের বেআইনি বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হয়ে পিছু হটে
আপনার মূল্যবান মতামত দিন: