আগাম বন্যার আশঙ্কায় খালিয়াজুরীতে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষকরা
-2025-04-18-19-14-01.jpeg)
খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ জেলা নেত্রকোণার হাওর অধ্যুষিত খালিয়াজুরী উপজেলায় আগাম বন্যার শঙ্কায় পুরোদমে চলছে বোরো ধান কর্তনের কার্যক্রম। হাওরের কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন তাদের প্রধান ফসল ঘরে তোলার কাজে।
নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান জানান, চলতি মৌসুমে খালিয়াজুরী উপজেলায় মোট ১৯ হাজার ১৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ১৮ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত ২ হাজার ৭৩০ হেক্টর জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দ্রুততার সঙ্গে ধান কাটার কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে ১২৫টি কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অনেক কৃষক এখনও ঐতিহ্যবাহী পদ্ধতিতে কাঁচি দিয়ে ধান কাটায় ব্যস্ত রয়েছেন।
আগাম বন্যার পূর্বাভাস থাকায় সময়ের আগেই ধান ঘরে তোলার তাগিদ অনুভব করছেন কৃষকেরা। এজন্য তারা এখন দিনরাত পরিশ্রম করে মাঠের ধান কেটে ঘরে তুলছেন।
কৃষকরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ফসল ঘরে তুলতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ থেকে সার্বিক সহায়তা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: