খালিয়াজুরীতে রাস্তায় পলি পড়ে ভরাটের কারণে যান চলাচল ব্যহত ,যাত্রীরা দুর্ভোগের শিকার।
জিয়াউল হক, খালিয়াজুরীঃ
খালিয়াজুরী উপজেলার সাথে নেত্রকোণা জেলা সদরের সাথে একমাত্র লাইফ লাইন সাবমার্সিবল রোডটি বর্ষায় পলি পড়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল।
মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাট হইতে জগন্নাথপুর বিল বিল্লা গ্রাম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তায় রসূলপুরে কিছু অংশ ভেঙ্গে গেছে। এর একটু সামনে ৫০ মিটারের মতো পলি পড়েছে। রসূলপুর পার হয়ে জগন্নাথপুর পুরাতন বাজারের সামনে কিছু অংশ মাটি সরে গিয়ে যান চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়েছে। উপজেলার এই কৃষি ও ব্যবসায়ের মালামাল সরবরাহে ট্রাক, জরুরী চিকিৎসার স্বার্থে এ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। এলাকাবাসীর পক্ষ থেকে রসুলপুর গ্রামের মোঃ তাজউদ্দিন মিয়া রাস্তার পলি ও মেরামতের জন্য জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত সপ্তাহে আবেদন করিয়াছেন ।
অত্র উপজেলার জাতীয়তাবাদী দলের আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন (চেয়ারম্যান, গাজীপুর ইউনিয়ন পরিষদ)তিনি বলেন খালিয়াজুরীতে আসার একমাত্র রাস্তা রসুলপুর ফেরিঘাট হইতে বোয়ালী পর্যন্ত তাড়াতাড়ি বালুবড়াট সরিয়ে দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার জন্য জনতার স্বার্থে আমি জোর আবেদন করিলাম । আশা করি উর্দুতন কর্তৃপক্ষ অতি দ্রুত উক্ত রাস্তার সংস্কার ব্যবস্থা করেবেন ইনশাআল্লাহ ।
এ বিষয়ে উপজেলার যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমানকে কেষ্ট বলেন আমি তাজুদ্দীনকে দিয়ে উক্ত রাস্তা সংস্কারের জন্য আবেদন করিয়েছি এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে তিনি আশ্বস্ত করেছেন অতি দ্রুত রাস্তা সংস্কার করা হবে । উপজেলা নির্বাহী অফিসার হাবিব উল আহসান জানান আমরা রাস্তাটির সংস্কারের জন্য খালিয়াজুরী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি , অতি তাড়াতাড়ি রাস্তা সংস্কার করা হবে এবং জনগণের দুর্ভোগ লাভ হবে , উক্ত রাস্তা সংস্কারের জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: