নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কৃষিযন্ত্রপাতি চুরির ভয়ে আতংকে দিন কাটছে  খালিয়াজুরীর কৃষকদের

কৃষিযন্ত্রপাতি চুরির ভয়ে আতংকে দিন কাটছে  খালিয়াজুরীর কৃষকদের
কৃষিযন্ত্রপাতি চুরির ভয়ে আতংকে দিন কাটছে  খালিয়াজুরীর কৃষকদের

মোহাম্মদ জিয়াউল হক :

গত পনেরো দিনে খালিয়াজুরীতে কৃষির সেচকাজে ব্যবহৃত মেশিন, পাইপ ও ডিজেলের ড্রাম চুরি যাওয়ার কারণে আতংকে কৃষকদের ঘুম হারাম।

গত সপ্তাহে খালিয়াজুরী উপজেলা সদরের দিঘলহাটীর সাবেক ইউপি সদস্য বাদল চন্দ্র সরকার ও সুখন সরকারের সেচ মেশিন নিজ বাড়ি থেকে চুরি হয়। একই গ্রামের সুকুমার চন্দ্র সরকার জানান গত শুক্রবার লক্ষীপাশা হাওরে জমিতে সেচ দেন। সেচ শেষে রাতে মেশিন ড্রামের সাথে শিকলে তালাবদ্ধ করেন। পরদিন সকালে দেখেন শিকল কেটে মেশিন চুরি হয়ে গেছে। হাওরের কৃষিকাজের ষাট বছর যাবদ  এতো মেশিন চুরির ঘটনা দেখেননি বলে জানান। গত শনিবার রাতে কেষ্টুপুরহাটীর দুই কৃষকের সেচের মেশিন চুরি হয়েছে বলে এলাকাবাসী জানান। এছাড়াও ঐ একই রাতে হাওরে কেন্দুয়া, তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা থেকে আসা দুই কৃষক জিরাতি গলার বেড়া কেটে মেশিন চুরি হয়েছে বলে এলাকাবাসী জানায়। স্থানীয় কয়েকজন কৃষকের বরাতে জানা যায় কার্তিক মাসের শেষের দিকে উঁচাকান্দা নামক  যোগাযোগ বিচ্ছিন্ন হাওরে এক জিরাতি কৃষকের  সেচ মেশিন, পাওয়ার ট্রাক্টর ও দুই ড্রাম ডিজেল চুরি হয়েছে।  স্থানীয় কৃষক রিপন মিয়া বলেন- "একটি সেচের মেশিন কিনতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে। দারদেনা করে বীজ, সার, কীটনাশক, ডিজেল কিনি। এরমইধ্যে যদি মেশিন চুরি - মাথায় বাড়ি দেওনের মতোই।”এই এতো অল্পদিনে সেচযন্ত্রের চুরি নিয়ে কৃষকদের মনে আতংক বিরাজ করছে।

এব্যাপারে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিয়াজুদ্দিন তালুকদার সুখন জানান থানার ওসি সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন। খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেনের কাছে এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুল্লাহ সহ অন্যান্য সাংবাদিকরা জানতে চাইলে- তিনি জানান "এই চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিবেন।" তিনি আরো বলেন- "খালিয়াজুরীর যাতায়াত  ব্যবস্থার দূরাবস্থার কারণে দ্রুত পদক্ষেপ নেয়া যায় না। তারপরও চুরি ঠেকাতে স্থানীয় মানুষের সহায়তা নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।"



বিষয়: Ziaul Haque


আপনার মূল্যবান মতামত দিন: