নেত্রকোনা রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিঃ


খালিয়াজুরীতে ফুটবল টুর্নামেন্ট 2025 ইং অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ফুটবল টুর্নামেন্ট 2025 ইং অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ফুটবল টুর্নামেন্ট 2025 ইং অনুষ্ঠিত


মোঃ হাবিবুল্লাহ,খালিয়াজুরী প্রতিনিধি।
নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।জানা যায় 08/01/2025 ইং তারিখে বিকাল ৩  ঘটিকার সময় খালিয়াজুরী থানা মাঠে খালিয়াজুরী কলেজ বনাম শালদীঘা গোপাল গুপিনাথ উচ্চ বিদ্যালয়ের দুই দলের প্রতিযোগিতায় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয় ।  মো: আবু রায়হানের( উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত )পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসিব উল আহসান ( উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব , খালিয়াজুরী, নেত্রকোনা ) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালিউল হক( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা), মোহাম্মদ ইসমাইল হোসেন( আমির জামাত ইসলামী বাংলাদেশ খালিয়াজুরী উপজেলা শাখাl ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন( উপজেলা কৃষি কর্মকর্তা) , ধীরেশ সরকার (উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা), নুর আলম (উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা), হরলাল সরকার (সভাপতি খালিয়াজুরী উপজেলা শাখা দুদক কমিটি) , মোহাম্মদ হাবিবুল্লাহ( আহ্বায়ক খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব), আলি উসমান আনসারী ( ক্রীড়া শিক্ষক  খালিয়াজুরী কলেজ) , সন্তু পদ রায় (প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শালদীগা গোপালগুপিনাথ উচ্চ বিদ্যালয়), নির্মল কান্তি তালুকদার ( সহকারী প্রধান শিক্ষক শালদিঘা গোপালগূপিনাথ উচ্চ বিদ্যালয়) । উক্ত খেলায়  পরিচালনা সহযোগিতা করেন মোহাম্মদ রনি (খালিয়াজুরী প্রেসক্লাব সদস্য)  । রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ অসীম আকরাম (প্রভাষক, কৃষ্ণপুর সরকারি ডিগ্রী কলেজ) ,। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শামসুল হক ও বিকাশ সরকার ।
খালিয়াজুরী উপজেলা প্রশাসনের আয়োজনে আরো শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
৯০ মিনিট খেলার শেষ দিকে শূন্য এক গোলে 
খালিয়াজুরি কলেজ বিজয় লাভ করে ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র খেলার সভাপতি হাসিব উল  আহসান (উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত দায়িত্ব , খালিয়াজুরী, নেত্রকোনা)। খেলার মাঝে জয় -পরাজয় থাকবেই । পরাজয় বরণ করলে মন খারাপ করার কিছু নাই, আরো বেশি খেলা করবেন এ আশা ব্যক্ত করে, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সবশেষে খেলা সমাপ্তি ঘোষনা করেন ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: