নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় জুয়ার বোর্ড থেকে সাবেক সেনা সদস্যসহ আটক-২

নেত্রকোণায় জুয়ার বোর্ড থেকে সাবেক সেনা সদস্যসহ আটক-২
নেত্রকোণায় জুয়ার বোর্ড থেকে সাবেক সেনা সদস্যসহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় জুয়ার আসর থেকে জুয়া বোর্ডের পরিচালকসহ সাবেক সেনা সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার(১৭ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক জিসানুল হায়দার।
 তিনি জানান, গত ১৫ নভেম্বর নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট মোত্তাহিরুলের নেতৃত্বে টহল দল উপরোক্ত ব্যক্তিদেরকে জুয়া আসর পরিচালনার অপরাধে মেছুয়া বাজার কাঁচামালের আড়তের দ্বিতীয় তলা থেকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা দীর্ঘদিন যাবত জুয়ার আসর পরিচালনা করে আসছিল।পরবর্তীতে তাদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদের পর প্রমাণসহ আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার চারশ নগদ টাকা, তাস ৮সেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, বোর্ড পরিচালক সদর উপজেলার খতিবনগুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ আলামিন (৪৫) ও তার সহযোগী সাতপাই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য মোসেফ কাক্কা বুলবুল।এদিকে স্থানীয়রা বলছে, মোসেফ কাক্কা বুলবুলের মতো আরও অনেক সাবেক সেনাসদস্য চাকুরীচ্যুত সদস্যরা সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয়ে জেলা দাপিয়ে বেড়ায়। সেইসাথে চোরাচালানসহ মানুষকে চাকুরি দেয়া ও বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। তাদের নামের সাথে সাবেক সেনা সদস্য থাকায় তারা বারবার পার পাচ্ছে। কেউ কেউ থাকছে ধরাছোঁয়ার বাইরে।নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক জিসানুল হায়দার জানান, উদ্ধারকৃত মালামাল এবং অপরাধীদেরকে সদর থানায় সোপর্দ হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: