নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


বারহাট্টায় ছেলের আঘাতে বাবার মৃত্যু 

এ ঘটনায় ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ
এ ঘটনায় ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ

 

নিউজ ডেস্কঃ 
নেত্রকোণার বারহাট্টায় ছেলের কাঠের চেলার আঘাতে বাবা ফৌজদার মিয়া (৬৫) মৃত্যু  হয়েছে। এ ঘটনায় ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।রোববার(৩০ জুন) দুপুরের দিকে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে।নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং বাবাকে বলে তাকে খুঁজে বের করে দিতে। এক পর্যায়ে কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা সায়েম কে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,  ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: