নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় সাদ পন্থীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কলমাকান্দায় সাদ পন্থীদের শাস্তির দাবিতে  বিক্ষোভ মিছিল
কলমাকান্দায় সাদ পন্থীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম মামুন, কলমাকান্দা:

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে সাদ পন্থীদের অতর্কিত ও বর্বর হামলায় চারজন নিহত এবং শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর)  সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা সদরের মারকাজ মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশে পরিণত হয়।  

সমাবেশে মাওলানা উছমান গনি , মাওলানা লুৎফর রহমান, ফয়েজ উদ্দিন মাস্টার, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি আলী উছমান যুক্তিবাদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  

বক্তারা বলেন, সাদ পন্থীরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। টঙ্গী ইজতেমায় হামলার ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শোক ও সহানুভূতি। তারা আরও বলেন, স্থানীয় হালিম, মামুন, মিজান ও রুস্তমআলীসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর গড়ে তোলা হবে।

 



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: