দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে কৃষক সুমনের ঘর ভেঙে চরম দুর্দশা

নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে একটি পরিবারের বসতঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কৃষক সুমন মিয়া ও তাঁর স্ত্রী খায়রুন নাহার।
সরেজমিনে রবিবার দুপুরে গিয়ে জানা যায়, দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের কৃষক সুমন মিয়া (৪০) পাঁচ সন্তানের জনক। অন্যের জমিতে কৃষিকাজ করে তিনি পরিবারের ভরণ-পোষণ চালান। শ্বশুরের তৈরি করে দেওয়া টিনশেড ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে রাস্তায় থাকা একটি পুরনো সরকারি গাছ ভেঙে পড়ে সুমনের বসতঘরের উপর। মুহূর্তের মধ্যেই ঘরের চালা ও ভেতরের আসবাবপত্র গাছের নিচে চাপা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় সুমন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা প্রাণপণে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে জীবন রক্ষা করেন।
দরিদ্র কৃষক সুমন মিয়া জানান, 'রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড়ে রাস্তার পাশে থাকা সরকারি গাছটি আমাদের ঘরের উপর পড়ে। এখন ঘরবাড়ি কিছুই অবশিষ্ট নেই। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবো ভেবে পাচ্ছি না। সবার সহযোগিতা চাই।’
স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, 'সুমন মিয়া পাঁচ সন্তান নিয়ে খুব কষ্টে জীবন চালান। নিজের কোনো জমি নেই। এখন তাঁর ঘর পুনর্নির্মাণ করার সামর্থ্যও নেই। আমরা এলাকাবাসী চাই, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হোক।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, 'বিষয়টি জানতে পেরে গাছটি সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: