নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে গৃহিণীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার লুট

মোহনগঞ্জে গৃহিণীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার লুট ।। ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জে গৃহিণীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার লুট ।। ছবিঃ নেত্র ভয়েস

মোহনগঞ্জ পৌরসভার মাইলোড়া গ্রামে অজ্ঞান পার্টির দুই সদস্য নারী আজ শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে এক গৃহিণীকে অজ্ঞান করে স্বর্ণ ও রুপার অলঙ্কার লুট করেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে ২৫ থেকে ২৮ বছর বয়সী হিন্দু ধর্মাবলম্বী দুই নারী প্রাথমিক জরিপের কথা বলে নরোত্তম দাসের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢোকার পরপরই গৃহিণীর চোখে জ্বালাপোড়া শুরু হয়। তখন ওই দুই নারী স্বর্ণ ও রুপার অলঙ্কার কোথায় রাখা আছে জানতে চাইলে গৃহিণী বালিশের ভেতর অলঙ্কার রাখা আছে বলে জানান এবং নিজেই বালিশটি তাদের হাতে তুলে দেন।

পরে অভিযুক্তরা বালিশটি ছুরি দিয়ে কেটে ৫ জোড়া কানের দুল, ৩টি গলার হার, ১ জোড়া স্বর্ণের বালা এবং প্রায় ৫ ভরি রুপার অলঙ্কারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী গৃহিণী জানান, "আমি সবকিছু নিজের চোখে দেখেছি, কিন্তু পরিচিত কাউকে কিছুই বলতে পারিনি। মনে হচ্ছিল আমি যেন তাদের বশে চলে গিয়েছিলাম। ওরা চলে যাওয়ার পর আস্তে আস্তে আমার স্বাভাবিক অনুভূতি ফিরে আসে।"

এ বিষয়ে নরোত্তম দাস জানান, তারা মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে পুলিশের দুই সদস্য ঘটনাস্থলে এসে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: