নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। ছবিঃ নেত্র ভয়েস
দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনা জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় দুর্গাপুর মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে উপজেলা সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি নীল পতাকা বহনকারী র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন।
সভায় বক্তব্য রাখেন - উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম এবং সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শামছুল আলম খান ও নুরে আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরপরই ২৬ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে গৌরবময় ভূমিকা রেখেছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




আপনার মূল্যবান মতামত দিন: