বারহাট্টার গুমুরিয়ায় রাস্তা উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রাস্তা উন্নয়ন কাজে বাধা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার সকালে উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমুরিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কান্দাপাড়া গ্রামের আসলাম উদ্দিনের ছেলে বিল্লাল ও গুমুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে রুকনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে নদীর পাড়ের গুল্মজাতীয় উদ্ভিদ ও ফুল-ফলের গাছ কাটার মিথ্যা অভিযোগ করা হয়েছে। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
তারা আরও বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবহৃত একটি পুরনো রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করতে গুমুরিয়াসহ আশপাশের গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তায় মাটি ফেলেছেন। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজেই উপজেলা সদরে নিয়ে যেতে পারছেন। আগে দুরবস্থার কারণে কৃষিপণ্য বাজারজাত করতে মারাত্মক সমস্যায় পড়তে হত।
বক্তারা জানান, এর আগে একই রাস্তায় দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে প্রায় ২ লাখ টাকার সরকারি প্রকল্পের কাজও হয়েছিল। এবারও এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও চাঁদা তুলে রাস্তার উন্নয়ন কাজ করেছেন। তারা জোর দিয়ে বলেন, রাস্তা নির্মাণে কোনো গাছ কাটা হয়নি। পুরো কাজটি গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে।
তারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হয়রানির জন্য বিল্লাল ও রুকনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গ্রামবাসী।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন জানান, "বারহাট্টা উপজেলার গুমুরিয়া এলাকা থেকে গাছ কাটার বিষয়ে একটি ব্যক্তিগত অভিযোগ পেয়েছি। আগামী ৩০ এপ্রিল অভিযোগটির শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আপনার মূল্যবান মতামত দিন: