নেত্রকোনা মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ১ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে "জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫" উদযাপন

মোহনগঞ্জে "জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫" উদযাপন।। ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জে "জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫" উদযাপন।। ছবিঃ নেত্র ভয়েস

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, ২৮ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা পর্যায়ে "জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫" উদযাপিত হয়।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি (স্বাবলম্বী, ব্র্যাক), মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইসলামি আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, "সকল মহলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।"
তিনি সকলের সহায়তা কামনা করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।




আপনার মূল্যবান মতামত দিন: