নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


মাসিক কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতায় ৪র্থ মোহনগঞ্জের হাসিব

মাসিক কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতায় ৪র্থ মোহনগঞ্জের হাসিব।। ছবিঃ নেত্র ভয়েস
মাসিক কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতায় ৪র্থ মোহনগঞ্জের হাসিব।। ছবিঃ নেত্র ভয়েস

আজ ২৭ এপ্রিল (রবিবার) মাসিক কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা মেধা যাচাই লিখিত পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে  সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করে হাসিব উল্লাহ।

তার হাতে ক্রেস্ট তুলে দেন বিখ্যাত লেখক, কবি,  সাহিত্যিক ও সাংবাদিক আবুল আসাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

হাসিব মোহনগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদারের বড় ছেলে। 

প্রতি বছরে সর্বাধিক প্রচারিত মাসিক কিশোর কন্ঠ এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছর ঢাকার রাজধানীতে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করে এ সাংস্কৃতিক সংগঠনটি।

উল্লেখ্য যে, মেধা তালিকায় ১ম থেকে ২০ তম পর্যন্ত  জাতীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান অর্জন কারিদের সার্টিফিকেট, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। 

এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাইমুম সিরিজের বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবুল আসাদ। কিশোর কণ্ঠের উপদেষ্টা জাহিদুল ইসলাম। বাংলা সাহিত্যের বর্তমান অন্যতম প্রধান কবি মোশাররফ হোসেন খানসহ বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক, ডাক্তার ও সাংবাদিক বৃন্দ। 

হাসিব উল্লাহ জানান, তিনি মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। তার এই অর্জনে যাঁরা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি তিনি  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সে যেন ভবিষ্যতে সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও আল্লাহভীরু মানবিক মানুষ হতে পারে এই জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: