নেত্রকোণায় ছাত্রশিবিরের ২ দিনব্যাপী শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী সাথী শিক্ষা শিবির (প্রশিক্ষণ প্রোগ্রাম) অনুষ্ঠিত হয়েছে। এ শিক্ষা মূলক কর্মশালায় ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। শনিবার সকালে (২৬ এপ্রিল) জেলা জামায়াতের সম্মেলন কক্ষে এ কর্মশালা চলে।আগামীকাল রোববার (২৭) এপ্রিল বিকাল পর্যন্ত চলবে আয়োজিত কর্মশালাটি। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক সাথী নিয়ে এ কর্মশালায় প্রধান অতিথি প্রথমে সাথীদের সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে ঘন্টাব্যাপী নসিহত মূলক কথা বলেন। শপথের জনশক্তি হিসেবে নিজেকে তৈরি, আত্ম গঠন ও মানোন্নয়নের পাশাপাশি নিজের ক্যারিয়ার,ও রাষ্ট্র গঠনে ঐতিহাসিক ভূমিকা রাখার প্রতি আহবান জানান তিনি। জুলাই বিপ্লবের শ্লোগানকে স্মরণ করিয়ে তিনি বলেন,জন্মভূমি অথবা মৃত্যু এই স্লোগানের মাঝে লুকিয়ে ছিল ইসলাম অথবা মৃত্যু। জাতির এই শুভ লগ্নে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করাই হোক আমাদের অঙ্গিকার। আমাদের স্লোগান প্রতিষ্ঠিত হোক ইসলাম অথবা মৃত্যু। জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেলের সঞ্চালনায়
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ শফিউল আলম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: