হাওরাঞ্চল মোহনগঞ্জে আইটি ভিলেজ গড়ার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনার হাওরাঞ্চলখ্যাত মোহনগঞ্জে আইটি ভিলেজ নির্মাণের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছেন এক প্রবাসী যুবক। বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সফল কর্মশালার মধ্য দিয়ে এই স্বপ্নের সূচনা হয়।
শুক্রবার বিকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ‘মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট চার্টার্ড একাউন্ট্যান্ট আব্দুল আওয়াল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার ভূঞা প্রমুখ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের নকরেক আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পরিচালক সুবীর নকরেক। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ও সফল ফ্রিল্যান্সার আনোয়ার হোসেন, সফল ফ্রিল্যান্সার বিল্লাল চৌধুরী, মো. সাদেক মিয়া এবং আরও কয়েকজন দক্ষ তরুণ প্রশিক্ষক। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেন।
আব্দুল আওয়াল খান বলেন, “বর্তমানে দেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। ভবিষ্যতে ইলন মাস্কের স্টারলিংক সংযুক্ত হলে হাওরের মাঝেও উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। তাই আমাদের লক্ষ্য, প্রতিটি ঘরে অন্তত একজন দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করে মোহনগঞ্জকে একটি আইটি ভিলেজে রূপান্তর করা। ২০৩০ সালের মধ্যে হাওরাঞ্চলকে একটি ডিজিটাল হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।”
প্রধান অতিথি ইউএনও জুয়েল আহমেদ বলেন, “এটি একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। দেশের অগণিত তরুণ-তরুণী ইতোমধ্যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। হাওরাঞ্চলের যুবকরাও ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আত্মনির্ভরশীল হতে পারবে। এই ধরনের কর্মশালা তরুণদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং আরও ব্যাপকভাবে আয়োজন করা প্রয়োজন।”
আপনার মূল্যবান মতামত দিন: