নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় অসুস্থ আদিবাসী নারীর পাশে জামায়াতের মিডিয়া সেল ও কলমাকান্দা পরিবার

কলমাকান্দায় অসুস্থ আদিবাসী নারীর পাশে জামায়াতের মিডিয়া সেল ও কলমাকান্দা পরিবার।। ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় অসুস্থ আদিবাসী নারীর পাশে জামায়াতের মিডিয়া সেল ও কলমাকান্দা পরিবার।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অসুস্থ এক আদিবাসী নারীর সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া সেল (কলমাকান্দা শাখা) এবং কলমাকান্দা পরিবার।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে অসুস্থ নারী পারভীন ঘাগ্রার পাশে দাঁড়িয়ে কিছু শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যপণ্য।

জানা গেছে, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম 'কলমাকান্দা পরিবার' গ্রুপে অসুস্থ পারভীনের মানবেতর অবস্থার ভিডিও প্রকাশ করেন গ্রুপের অ্যাডমিন ও মানবাধিকারকর্মী সাংবাদিক কাজল তাং। ভিডিওটি প্রকাশের পরপরই জামায়াতে ইসলামীর মিডিয়া সেল, কলমাকান্দা শাখা দ্রুত উদ্যোগ নেয় এবং শুকনো খাবার নিয়ে পারভীনের বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করে।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম জানান, "আমাদের মিডিয়া সেল ইতোমধ্যে অসুস্থ ওই আদিবাসী নারীর পাশে দাঁড়িয়েছে। আমরা তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করবো এবং অচিরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে নেয়া হবে।"

এদিকে, কলমাকান্দা পরিবার-এর অ্যাডমিন সাংবাদিক কাজল তাং বলেন, "আমি সরেজমিনে গিয়ে অসহায় এই নারীর করুন অবস্থা দেখে ভিডিও ধারণ করি। ভিডিওটি প্রকাশের পরপরই জামায়াতের মিডিয়া সেল দ্রুততার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি দেয়।"

স্থানীয়রা জামায়াতের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।




আপনার মূল্যবান মতামত দিন: