নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বছরের শিশুকন্যার মৃত্যু
হুমায়ূন কবির,কেন্দুয়া প্রতিনিধিঃনেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি শনিবার (৪ মে) দুপুরের দিকে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চেংজানা গ্রামে ঘটে।নিহত শিশু আফরিন চেংজানা গ্রামের খায়রুল ইসলামের কন্যা। জানা যায়,নিজ ঘরের মোটরের জোড়া লাগানো তারে অবুঝ শিশুটি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বাড়ির লোকজন শিশুটিকে দ্রুত আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেন
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: