নেত্রকণায় ছাত্র শিবিরের দিনব্যাপী সাথী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের দিনব্যাপী সাথী শিক্ষা শিবির(সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪ টায় শেষ হয় এ সম্মেলন। ময়মনসিংহ অঞ্চল আয়োজিত ও নেত্রকোনা জেলা শিবিরের তত্ত্বাবধানে জেলার সব উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক সাথী নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শিবিরের সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেলের সঞ্চালনায় ও ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, তিনি বলেন, ইসলামি ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের এই প্রতিষ্ঠানে যেমন নিজেদের গড়তে হবে,ঠিক তেমনি ময়দানে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ ৫ আগষ্টের গণবিপ্লবের মাধ্যমে যে নেয়ামত দান করছেন তার হক আদায় করে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র শিবিরের ঈমানী চেতনায় এগিয়ে যেতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতি সম্পাদক আব্দুস সালাম।
জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা এনামুল হক। তিনি প্রোগ্রামে দারসুল কোরআন পেশ করেন।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিবেরর সাবেক কেন্দ্রীয় দাওয়াহ্ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি এস এম আল আমিন,সাংবাদিক আবুল কালাম, শিক্ষাবিদ মোঃ জয়নাল আবেদীন, জেলা শিবিরের কর্মপরিষদ সদস্যসহ নেতৃবৃন্দ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: