নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


পূর্বধলার রাজধলা বিল থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

পূর্বধলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  ১০ শ্রেণির শিক্ষার্থী মাহিন
পূর্বধলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মাহিন

ইমরান খানঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলার রাজধলা বিল থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী আকিব হাসান মাহিন(১৫) এর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টায় ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তার মরদেহ উদ্ধার করেন। নিহত আকিব হাসান মাহিন পূর্বধলা উপজেলার রাজপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি পূর্বধলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএম শাখার ১০ শ্রেণির শিক্ষার্থী। জানা যায়,গতকাল বুধবার (১৫ মে) বিকাল ৪ টার দিকে তার ২ বন্ধুর সাথে বেড়াতে যায়  মাহিন। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। বৃহস্পতিবার সকালে রাজধলা বিলের পাশের রাস্তায় একটি গেঞ্জি ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখলে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশ ও স্থানীয়দের নিয়ে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম তার মরদেহ উদ্ধার করে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, মাহিনের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: